ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুবাই থেকে টাকার বস্তা এনে ফখরুল মাঠে নেমেছেন : কাদের

২০২২ নভেম্বর ১৩ ২২:২৭:১৪
দুবাই থেকে টাকার বস্তা এনে ফখরুল মাঠে নেমেছেন : কাদের

তিনি বলেন, ‘বরিশাল ও ফরিদপুর সমাবেশে টাকা ওড়ে। এখন থেকেই মনোনয়ন বাণিজ্য ও এমপি-মন্ত্রী কেনাবেচা শুরু করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এসব হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার না। তত্ত্বাবধায়ক ভুলে যান।’

ওবায়দুল কাদের রোববার বিকেলে নগরীর জনদেহ পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধুর নাম ওরা মুছে দিতে চেয়েছিল, শিশু রাসেলকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধা শেখ কামাল ও জামালকে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভোট চুরি ও ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আপনারা প্রস্তুত হয়ে যান। এই খেলায় বিএনপির আন্দোলন ও নির্বাচনের পতন হবে।’

তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আর রাজনীতি করব না, এমন মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন। অর্থ পাচার মামলায় দণ্ড নিয়ে একজন পলাতক আসামিকে যদি নেতা বানানো হয়, তবে খেলা হবে।’

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর