ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘বিএনপির ৩৭ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে’

২০২২ ডিসেম্বর ২৫ ১৯:২৫:২৮
‘বিএনপির ৩৭ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে’

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে গণতন্ত্র না থাকলে সাংবাদিকদেরও স্বাধীনতা থাকে না। অন্যদিকে যদি স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করা যায় তাহলে দেশে গণতন্ত্র থাকে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গেছে। "এর থেকে রক্ষা পেতে হলে যারা গায়ের জোরে, ভোট ডাকাতি করে এক দশকের বেশি সময় ধরে রয়েছে, তাদের বিদায় করতে হবে।"

মোশাররফ হোসেন আরও বলেন, দেশে গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপি ১০ দফা ঘোষণা করেছে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতে ২৭ দফা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর