ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শুরুতে তিন স্টেশনে উঠতে পারবেন মেট্রোর যাত্রীরা

২০২২ ডিসেম্বর ২৫ ১৮:৫৯:২৪
শুরুতে তিন স্টেশনে উঠতে পারবেন মেট্রোর যাত্রীরা

বৈদ্যুতিক এই বাহনটি প্রথম দিকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। যাত্রাপথে মোট ৯টি স্টেশন থাকলেও শুরুতে মাত্র ৩টি স্টেশন থেকে যাত্রীরা উঠানামার সুযোগ পাবেন। এগুলো হচ্ছে- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), পল্লবী, আগারগাঁও স্টেশন।

মেট্রোরেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম বছর আগারগাঁও পর্যন্ত ট্রেন চললেও পরের বছরের শেষ দিকে মতিঝিল এবং তার পরের বছর মেট্রো ছুটবে কমলাপুর পর্যন্ত।

প্রথম দিকে তিনটি স্টেশনে যাত্রী উঠানামার সুযোগ পেলেও ধাপে ধাপে স্টেশন ও যাত্রী পরিবহনের সুযোগ বাড়বে। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা সেন্টার (মধ্য) ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা।

এ ছাড়া প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি ট্রেনে সর্বমোট ২৩০৮ জন যাত্রী পরিবহনের কথা বলা হলেও প্রাথমিকভাবে ২০০ যাত্রী তোলা হবে। প্রথম তিন মাস এভাবে চলতে পারে।

শুরুর দিকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যেতে সময় লাগবে প্রায় ২০ মিনিট। পরে সময় ১৬ থেকে ১৭ মিনিটে নেমে আসবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর