ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভোলার গ্যাস সিএনজি আকারে আনবে ইন্ট্রাকো

২০২২ ডিসেম্বর ২৫ ১৮:০৮:১১
ভোলার গ্যাস সিএনজি আকারে আনবে ইন্ট্রাকো

আগামী জানুয়ারি শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরু থেকেই সিএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) করে গ্যাস আনা শুরু হবে। শুরুতে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট করে গ্যাস আনা হবে। পরে বাড়িয়ে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুটে করা হবে।

ভোলা থেকে গ্যাস আনতে তিন দেশীয় কোম্পানি প্রস্তাব দিয়েছিল। কোম্পানিগুলো হলো ইন্ট্রাকো সিএনজি, সুপার গ্যাস ও অফসিডিয়ার সিএনজি। এই কোম্পানি তিনটিরই দেশে সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে। পরে কাজটি ইন্ট্রাকো সিএনজিকে দেওয়া হয়।

এদিকে, ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস এনে শিল্পে সরবরাহ করার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) কামরুজ্জামান খানকে প্রধান করে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর