ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

২০২২ ডিসেম্বর ২৫ ১৭:১৫:২৮
দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

ডিএসই সূত্রে জানা গেছে, এক মাসে কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগকারীরা ৫০ শতাংশের বেশি মুনাফা পেয়েছে।

জুট স্পিনার্স

গত ২৩ নভেম্বর জুট স্পিনার্সের শেয়ারদর ছিল ১৯১ টাকা ৭০ পয়সা। সর্বশেষ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৬ টাকায়। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২৪ টাকা ৩০ পয়সা বা ৬৪.৮৪ শতাংশ।

এবছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। ডিএসই তথ্যে দেখা যায়, ২০১২ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

মুন্নু এগ্রো মিশনারি

গত ২০ নভেম্বর মুন্নু এগ্রোর শেয়ারদর ছিল ৫৫৬ টাক ৫০ পয়সা। সর্বশেষ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫০ টাকায়। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯৩ টাকা ৫০ পয়সা বা ৫২.৭৪ শতাংশ।

এবছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর