ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সপ্তাহজুড়ে দুই কোম্পানির বাহারি লেনদেন

২০২২ ডিসেম্বর ২৫ ১৬:৫৯:১৮
সপ্তাহজুড়ে দুই কোম্পানির বাহারি লেনদেন

কোম্পানি দুটি হলো-মুন্নু সিরামিক ও ইন্ট্রাকো সিএনজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৮টি কোম্পানির সাথে বিশাল ব্যবধানে এগিয়ে ছিল।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ ৬১ হাজার ১১৭টি। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৮.২৬ শতাংশ।

অন্যদিকে, সপ্তাহজুড়ে ইন্ট্রাকো সিএনজির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৯১ লাখ। যার বাজার মূল্য ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫.০৪ শতাংশ।

এবছর মুন্নু সিরামিক বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা আগের বছর ছিল ৯০ পয়সা।

অন্যদিকে, এবছর ইন্ট্রাকো সিএনজি ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ছিল ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা আগের বছর ছিল ৮১ পয়সা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর