ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ সরকারের গণভিত্তি নেই : ফখরুল

২০২২ নভেম্বর ১৩ ২২:১৭:৫৫
আওয়ামী লীগ সরকারের গণভিত্তি নেই : ফখরুল

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার তাদের উৎখাত করতে রাজপথে নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে।

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গ্রামের বাড়িতে (গোপালগঞ্জ) এসএম জিলানীর বৃদ্ধ বাবা ও নারী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হুমকি দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের দ্বারা সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের নির্মম ও অমানবিক খেলা বন্ধ হচ্ছে না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর অত্যাচার এবং সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করাই আওয়ামী সরকারের মূল লক্ষ্য।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী সরকারের কোনো গণভিত্তি নেই এবং সে কারণেই সরকার বিএনপি ও তার সহযোগী ও শরিকদের নেতা-কর্মীদের ওপর অত্যাচার অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী পার্টি-কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত নেতাকর্মীরা না জেনে বিএনপিকে দুর্বল করতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর