ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ

২০২২ ডিসেম্বর ২৫ ১১:২৪:৪১
ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, রুশ হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রসিকিউটর অফিস টেলিগ্রাম বার্তায় আরও জানায়, ঘটনার ৪০ মিনিট পর আগুন নিভে যায়। তবে হতাহতের সংখ্যা এখনো বাড়ছে।

এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গোলাবর্ষণের পর শহরের আবাসিক এলাকার অনেক গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এক দশমিক ৬৬ ট্রিলিয়ন সরকারি ফান্ডিং বিলের অংশ হিসেবে এই অনুমোদ দেওয়া হয়েছে।

এমন খবর প্রকাশের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় মার্কিন কংগ্রেসের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনের সংগ্রামের পাশে রয়েছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর