ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভলিউম লিডার কোম্পানির এখন বেহাল দশা

২০২২ ডিসেম্বর ২৫ ১১:০৭:২৫
ভলিউম লিডার কোম্পানির এখন বেহাল দশা

এদিকে, সূচকের মন্দাভাবে লেনদেনও নেমে এসেছে তলানিতে। অনেক তালিকাভুক্ত কোম্পানির লেনদেনই হয় না। আবার অনেক কোম্পানির লেনদেন হয় নামেমাত্র। এক সময়ে যেসব কোম্পানি বিশাল লেনদেন সাজিয়ে শীর্ষ লেনদেনের তালিকায় স্থান করে নিতো, এখন সেসব কোম্পানির শেয়ারের বেহাল দশা। কোনো কোনো দিন লেনদেনই হয় না। আবার লেনদেন হলেও তা কোম্পানিগুলো যে শেয়ারবাজারে তালিকাভুক্ত আছে, তা জানান দেয়ার জন্য।

এসব কোম্পানির মধ্যে মৌলভিত্তির কোম্পানির শেয়ার যেমন আছে, ডিভিডেন্ড ও মুনাফায় হাতছানি দেওয়া কোম্পানির শেয়ারও আছে। কিন্তু এখন বিনিয়োগকারীদের অনাদরে-অনাগ্রহে খ্যাত-অখ্যাত সব শেয়ার ফ্লোর প্রাইসে ঘুমাচ্ছে।

কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-গ্রামীণফোন, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ওয়ালটন, সাবমেরিন কেবল, ফরচুন সুজ, ডাচবাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসিআই, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ারগ্রীড, পেনিনসুলা, মালেক স্পিনিং, মতিন স্পিনিংসহ আরো অনেক শেয়ার। এছাড়া, এক সময়ের দাপট দেখানো ইন্সুরেন্স খাতের শেয়ারতো আছেই।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ বৃহস্পতিবারের (২২ ডিসেম্বর) লেনদেন চিত্রে দেখা যায় ৮০টির বেশি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে মাত্র ১০টি শেয়ার বা ইউনিটের কম। যে কারণে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোর লেনদেনের বাজার মূল্য দেখাতে পারেনি ডিএসই। কারণ ডিএসই প্রতিষ্ঠানগুলোর লেনদেনকৃত শেয়ারের বাজার মূল্য মিলিয়ন টাকায় দেখায়। কিন্তু ১০টি শেয়ার বা ইউনিটের দাম মিলিয়ন টাকায় না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর লেনদেন সংখ্যা দেখালেও ভ্যালু বা বাজার মূল্য শুন্য দেখিয়েছে।

১০ শেয়ার বা ইউনিটের নিচে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো-আমান কটন ফাইবার্স ১টি, একমি পেস্টিসাইডস ১টি, এসিআই ৮টি, এসিআই ফরমুলা ৬টি, আলিফ ইন্ডাষ্ট্রিজ ৫টি, অলটেক্স ১টি, এপেক্স ট্যানারী ৫টি, এরামিট সিমেন্ট ৩টি, আমান ফিড ৪টি, আনলিমা ইয়ার্ন ২টি, এশিয়া ইন্সুরেন্স ২টি, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স ৭টি, বিবিএস ১টি, বিডি ফাইন্যান্স ১টি, বারাক পাওয়ার ১টি, বিআইএফসি ৬টি, বিডি থাই ৪টি, বারাকা পতেঙ্গা ৩টি, ব্র্যাক ব্যাংক ৫টি, ইস্টার্ন ব্যাংক ৩টি, সাউথইস্ট ব্যাংক ২টি, বাংলাদেশ সাবমেরিন কেবল ৩টি, বিএসআরএম ২টি, সিভিও পেট্রো ১টি, ডেল্টা স্পিনিং ১টি, ইস্টল্যান্ড ইন্সুরেন্স ১টি, এএফসি এগ্রো ১টি, একটিভ ফাইন ৫টি, অগ্রণী ইন্সুরেন্স ৮টি, এমারেন্ড ওয়েল ৬টি, ফাস্ট ফিন্যান্স ৫টি, হাইডেলবার্গ সিমেন্ট ১০টি, ইমাম বাটন ৫টি, আইপিডিসি ১টি, ইসলামিক ফাইন্যান্স ২টি, জনতা ইন্সুরেন্স ১টি, খুলনা পাওয়ার ১টি, মালেক স্পিনিং ১টি, মতিন স্পিনিং ১টি, মেঘনা কনডেন্স মিল্ক ২টি, ন্যাশনাল ব্যাংক ২টি, পেনিনসুলা ৭টি, রবি ৯টি, খান বাদার্স ৪টি, ফরচুন সুজ ৭টি, ইনডেক্স এগ্রো ৫টি, লাভেলো আইসক্রীম ৯টি, মীর আখতার ৫টি, ন্যাশনাল পলিমার ১টি, ডাচবাংলা ব্যাংক ৮টি, প্রগ্রেসিভ লাইফ ১টি, প্রভাতী ইন্সুরেন্স ১টি, প্যারামাউন্ট টেক্সটাইল ১টি, পিডিএল ৩টি, পিপলস ইন্সুরেন্স ১টি, পাইওনিয়ার ইন্সুরেন্স ৫টি, রেকিট বেনকিজার ৯টি, রিং শাইন ৬টি, সালভো্ কেমিক্যাল ১টি, সমতা লেদার ২টি, সুহ্নিদ ৫টি, শ্যামপুর সুগার ১টি, সোনারগাঁ টেক্সটাইল ৪টি, শাইনপুকুর সিরামিক ১টি, তাকাফুল ইন্সুরেন্স ৩টি, তাল্লু স্পিনিং ৩টি, তশরিফা ইন্ডাষ্ট্রিজ ১টি, এসআইবিএল ১টি, সিলভা ফার্মা ২টি, সানলাইফ ইন্সুরেন্স ১টি, ট্রাস্ট ব্যাংক ২টি, শাহাজীবাজার পাওয়ার ৫টি, স্কয়ার টেক্সটাইল ১টি, আইডিএলসি ৭টি, ইন্টারন্যাশনাল লিজিং ২টি, ডিবিএইচ ৫টি, বিবিএস কেবল ৬টি, এক্সপ্রেস ইন্সুরেন্স ৪টি, সেন্ট্রাল ইন্সুরেন্স ৭টি, রূপালী ইন্সুরেন্স ৬টি, সোনার বাংলা ইন্সুরেন্স ৩টি, এসকে ট্রিম ৩টি, ওয়ালটন ৬টি, তিতাস গ্যাস ৪টি, মেঘনা পেট্রোলিয়াম ৯টি, পাওয়ারগ্রীড ২টি, ইউনিলিভার ১টি, ওয়াটা কেমিক্যাল ২টি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৪টি শেয়ার।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর