ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনেকে সহায়তা প্যাকেজ অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০২২ ডিসেম্বর ২৪ ১৬:৩৬:২৯
ইউক্রেনেকে সহায়তা প্যাকেজ অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন আইনসভার উভয় কক্ষ থেকে ছাড় পাওয়ায় বিলটি এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইটবার্তায় মার্কিন কংগ্রেস ও উভয় দলের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ যুদ্ধে ইউক্রেনীয়দের পাশে মার্কিন নাগরিকদের থাকা ‘গুরুত্বপূর্ণ’।

এর আগে গত বুধবার পোল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্র যান জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর জেলেনস্কি প্রথম বিদেশ সফর করেন।

প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ১৮৫ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর