ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএনপিকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই: ড. হিলালী

২০২২ ডিসেম্বর ২৪ ১৫:৩৭:০০
বিএনপিকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই: ড. হিলালী

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেলে যদি যেতেই হয় দলের কর্মসূচি পালন করেই জেলে যাব। সেজন্য আমাদের আরও বেশি প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সরকার পতনের লক্ষ্যে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আজ সকাল ৯টায় জেলা শহরের সার্কিট হাউস মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিলকী, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর