ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কোহলি

২০২২ নভেম্বর ১৩ ২২:০২:০৮
তিন বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কোহলি

রোববার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সংক্ষিপ্ত ক্রিকেট মৌসুমের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।

প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ভারত বিদায় নিলেও, বিরাট কোহলি তার অনবদ্য ব্যাটিং দিয়ে বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছেন।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। চার হাফ সেঞ্চুরির সাহায্যে ৬ ইনিংসে ২৯৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সুপার টুয়েলভে পাকিস্তান, নেদারল্যান্ডস ও বাংলাদেশের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন বিরাট। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে কোহলির অপরাজিত ৮২ রান এই টুর্নামেন্টে কোহলির সবচেয়ে বড় ইনিংস।

টুর্নামেন্টে কোহলির গড় ৯৮.৬৭। স্ট্রাইকরেট 136.41। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে 100টি চার মারার আরও একটি রেকর্ড রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের।

প্রথম রাউন্ডে তিন ম্যাচে ২৪২ রান এবং সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে ২৪২ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নেদারল্যান্ডসের ম্যাক্স ও'ডাউড। ২৩৯ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের সূর্যকুমার যাদব।

চতুর্থ স্থানে রয়েছেন শিরোপা জয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৬ ম্যাচে ২২৫ রান করেন বাটলার। কুশল মেন্ডিস ২২৩ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। নাজমুল হোসেন শান্ত 5 ইনিংসে দুটি অর্ধশতক সহ ১৮০ রান করে ১১তম স্থানে রয়েছেন।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর