ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লেনদেনে ১০ কোম্পানির আধিপত্য

২০২২ ডিসেম্বর ২৪ ০৯:৫৭:১১
লেনদেনে ১০ কোম্পানির আধিপত্য

শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- মুন্নু সিরামিক, ইন্ট্রাকো সিএনজি, বসুন্ধরা পেপার, মুন্নু এগ্রো মেশিনারি, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, এপেক্স ফুডস এবং জেমিনি সী ফুড।

মুন্নু সিরামিক

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬১ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.২৬ শতাংশ।

ইন্ট্রাকো সিএনজি

গেল সপ্তাহে লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই কোম্পানিটি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৪ শতাংশ।

বসুন্ধরা পেপার

শীর্ষ লেনদেন তালিকার তৃতীয় স্থান দখল করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৫ লাখ ১১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৪৮ শতাংশ।

মুন্নু এগ্রো মেশিনারি

কোম্পানিটি সপ্তাহজুড়ে ৬ লাখ ৪৬ হাজার ৪১৪টি শেয়ার লেনদেন করে লেনদেনের চতুর্থ স্থান দখল করেছে। যার বাজার মূল্য ৫৩ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৬ শতাংশ।

জেনেক্স ইনফোসিস

শীর্ষ লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে আইটি খাতের এই কোম্পানিটি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯ লাখ ২৭ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯৭ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন

লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ লাখ ৫১ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৭৫ লাখ ১৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪২ শতাংশ।

ওরিয়ন ফার্মা

তালিকার সপ্তম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭ লাখ ৮৯ হাজার ৭৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৬ শতাংশ।

অ্যাডভেন্ট ফার্মা

লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৭৭০টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।

এপেক্স ফুডস

তালিকার নবম স্থানে উঠে এসেছে এপেক্স ফুডস সপ্তাহব্যাপী কোম্পানিটির ১০ লাখ ৩১ হাজার ৫১৩টি শেয়ার বেচা-কেনা হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৬ শতাংশ।

জেমিনি সী ফুড

কোম্পানিটি লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ লাখ ৬৮ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৬ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর