ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আ.লীগের সম্মেলন ঘিরে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন : র‍্যাব ডিজি

২০২২ ডিসেম্বর ২৩ ১৭:৫৭:০২
আ.লীগের সম্মেলন ঘিরে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন : র‍্যাব ডিজি

সম্মেলনে যে কোনো পরিস্থিতি মোকাবিলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য স্বর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের সম্মেলনস্থলের বিভিন্ন পয়েন্টে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, পেট্রোল পার্টি থাকবে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোম্ব ডিসপোজাল টিম, সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে। আমাদের কমান্ডো টিমও প্রস্তুত থাকবে।

আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এম খুরশীদ হোসেন।

সম্মেলন ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশঙ্কার কথা বলছি না। আমরা মনে করি যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে নিরাপত্তার ভেবে আমাদের প্রস্তুতি রাখা উচিত। আমরা চাই যে কোনো অনুষ্ঠান যেন স্মুথলি হতে পারে। যারা আসবে নিরাপত্তার সাথে আসবে এবং নিরাপত্তার সাথে যাবে।

এম খুরশীদ হোসেন বলেন, কোনো ধরনের ঝামেলা যাতে না হয় এবং বাইরে থেকে কোনো অপশক্তি এসে যেন ঝামেলা করতে না পারে, এটা মাথায় রেখেই আমাদর নিরাপত্তা পরিরিকল্পনা করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যারা আসবে তারা আমন্ত্রিত, সবাইকে কার্ড দেওয়া হয়েছে। কার্ড যাচাইয়ের কাজটা করবে মূলত এসবির ফোর্স। আর আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, আমাদের কাজ হচ্ছে আগতদের সুইপ করা।

তারিকুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর