ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলা চ্যানেল পাড়ি দিলেন বিএসইসির পরিচালক

২০২২ ডিসেম্বর ২২ ২২:৫৫:৪৮
বাংলা চ্যানেল পাড়ি দিলেন বিএসইসির পরিচালক

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে শুরু হয় সাঁতার। শেষ হয় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে।

শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬.১০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথে সাঁতারে অংশ নেন মাহবুব উর রহমানসহ মোট ৩১ জন।

এর আগে তিনি ২০১৯ সালের নভেম্বরে থাইল্যান্ডের ক্রাবি আইল্যান্ডে আন্দামান সাগরে অনুষ্ঠিত ওশেনম্যান ১০ কিলোমিটার সাঁতার ৪ ঘণ্টা ২২ মিনিটে শেষ করেন।

২০১৭ সাল থেকে সাঁতার শুরু করেন মাহবুব উর রহমান। আগামী বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠেয় বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়েও অংশ নিতে আগ্রহী তিনি।

১৭তম বাংলা চ্যানেল সাঁতার ২০২২-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ও ‘এক্সট্রিম বাংলা’।

এবারের আসরে অংশ নেয়া অন্য সাঁতারুরা হলেন— ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার, আয়রনম্যানখ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, রেজিনা পারভিন, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, কামাল হোসেন, শোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জ্বল চৌধুরী, সাকিব মাহমুদ নাইম খান, বদর উদ্দিন, ফারুক হোসেন, এস এম শাহরিয়ার মাহমুদ, আবু রাশেদ, গোলাম রব্বানী, আবদুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এস কে রায়হান আরাফাত, তারেক হাসান, আবদুল্লাহ আল তৌসিফ, জামিল হোসেন, নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর