ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঋণের বিপরীতে আরোপিত সুদ ব্যাংকের আয় খাতে দেখানো যাবে

২০২২ ডিসেম্বর ২২ ২২:৪৮:০৭
ঋণের বিপরীতে আরোপিত সুদ ব্যাংকের আয় খাতে দেখানো যাবে

পাশাপাশি এসব ঋণের ওপর বাড়তি নিরাপত্তা সঞ্চিতি রাখার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব ঋণের বিপরীতে ২ শতাংশ সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। তবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতের ঋণের বিপরীতে ১ শতাংশ হারে সঞ্চিতি রাখা যাবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। এর ফলে ব্যাংকগুলোর ওপর সুদ আয় খাতে নেওয়া নিয়ে যে শর্ত ছিল, তা উঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণের ঝুঁকি বিবেচনায় মুনাফা থেকে বাড়তি নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুবিধাপ্রাপ্ত ঋণগুলোর সম্ভাব্য আদায় ঝুঁকি বিশ্লেষণ করে ২০২২ সালের আরোপিত সুদ বিদ্যমান বিধান অনুযায়ী আয় খাতে স্থানান্তর করা যাবে। পুনঃতপশিলকৃত ঋণ, পুনর্গঠিত করা ঋণ ও এককালীন পরিশোধে বিশেষ সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে আরোপিত সুদ নগদ আদায় ছাড়া আয় খাতে নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে বলা আরও হয়, সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে অতিরিক্ত ২ শতাংশ সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। তবে সিএমএসএমই খাতের সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে অতিরিক্ত ১ শতাংশ সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করা যাবে।

ইসলামি/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর