ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করতে চায় প্যারামাউন্ট টেক্সটাইল

২০২২ ডিসেম্বর ২২ ১৯:৪৮:২৪
প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করতে চায় প্যারামাউন্ট টেক্সটাইল

পাশাপাশি কোম্পানিটির পর্ষদ দায় পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ২৫০ কোটি টাকার বন্ডও ইস্যু করতে চায়। এ জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্যারামাউন্ট টেক্সটাইলের কাছে বর্তমানে ইন্ট্রাকো সোলার পাওয়ারের ৮০ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৯১ কোটি টাকার বিপরীতে রূপান্তরযোগ্য এবং অবসায়ন অযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে বস্ত্র খাতের কোম্পানিটি।

এই প্রেফারেন্স শেয়ারের বিপরীতে বছরে ৯ শতাংশ হারে ডিভিডেন্ড দেয়া হবে। শেয়ার বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এ শেয়ার রূপান্তর করা হবে। পাশাপাশি কোম্পানিটি ৬৩ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১০ টাকার বিপরীতে রূপান্তর অযোগ্য এবং অবসায়নযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রেও বার্ষিক ৯ শতাংশ হারে ডিভিডেন্ড দেয়া হবে এবং এটি পাঁচ বছরে অবসায়ন হবে।

অন্যদিকে, প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ ২৫০ কোটি টাকার রূপান্তর অযোগ্য, হস্তান্তরযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অভিহিতমূল্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা এ বন্ডের অর্থ দায় পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১৯ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ টাকা ৬০ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ নভেম্বর।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর