ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আ.লীগের সম্মেলনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম: ওবায়দুল কাদের

২০২২ ডিসেম্বর ২২ ১৭:৫৪:৩০
আ.লীগের সম্মেলনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আগামী শনিবার সেখানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রয়োজনে পরবর্তী সম্মেলন নির্বাচনের পর আগামও করতে পারি। তখন একটা বড় ধরনের পরিবর্তন হয়তো হবে। আপাতত আমরা বড় ধরনের কোনো পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’ এ ছাড়া সবকিছু কাউন্সিলর অভিব্যক্তির ওপর নির্ভর করবে। তাই এসব নিয়ে আপাতত কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না বলেও তিনি মন্তব্য করেন।

সাধারণ সম্পাদকের পদের বিষয়ে কাদের বলেন, ‘সবার দৃষ্টি দলের সাধারণ সম্পাদক পদের দিকে। এ পদে প্রার্থীদের অনেকের ইচ্ছা থাকতে পারে। অন্তত গণতান্ত্রিক দল হিসেবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমার জানা মতে, এখানে অন্তত ওই পদের ১০ প্রার্থী আছেন। এই পদে আসতে চান। কে হবেন, এটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সবকিছু প্রতিফলন ঘটবে দ্বিতীয় অধিবেশনে, তিনটার পর যেটা শুরু হবে, সেখানে। কাউন্সিলর মতামত নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই আমি কারও নাম বলতে পারব না।’

সম্মেলনের প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সংকটে আছি। এ সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এই সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ উপস্থিতি হবে। সুশৃঙ্খল ও সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর