ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবছরের সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান

২০২২ ডিসেম্বর ২২ ০৭:০৬:০২
এবছরের সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান

বুধবার এনবিআর সূত্রে জানা গেছে, সারা দেশের করদাতাদের কর পরিশোধ খতিয়ে দেখে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৩ জনকে এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসেবে নির্বাচিত করেছে এনবিআর।

এবছর সেরা করদাতা হিসেবে নির্বাচিত হলেন যারা

গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা তালিকায় সেরা করদাতারা- এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম। প্রতিবন্ধী তালিকায় সেরা করদাতা হয়েছেন- আকরাম মাহমুদ, ডা. মামুনুর রশিদ ও লুবনা নিগার।

নারী তালিকায় সেরা করদাতা- আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান।

চিকিৎসক তালিকায় সেরা করদাতা হয়েছেন- জাহাঙ্গীর কবির, এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা ও এন এ এম মোমেনুজ্জামান।

তরুণ তালিকায় সেরা করদাতা হয়েছেন- সাফওয়ান সোবহান, আফিস ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

খেলোয়াড় তালিকায় সেরা করদাতা- সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান (সোহান)।

অভিনেতা-অভিনেত্রী তালিকায় সেরা করদাতা- মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী, পীযূষ ব্যানার্জী। কণ্ঠশিল্পী তালিকায় সেরা করদাতা হয়েছেন- তাহসান রহমান খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ।

ব্যবসায়ীদের তালিকায় সেরা করদাতা- গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম, মাহবুবুর রহমান ও গাজী গোলাম মুর্তজা।

বেতনভোগী তালিকায় সেরা করদাতারা হয়েছেন- মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, এম এ হায়দার হোসেন।

সাংবাদিকদের মধ্যে সেরা করদাতা- ফরিদুর রেজা, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ, নঈম নিজাম।

আইনজীবীদের মধ্যে সেরা করদাতা- শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, নিহাদ কবীর ও আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

প্রকৌশলী তালিকায় সেরা করদাতা- মো. জহুরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আবদুল্লাহ।

স্থপতি তালিকায় সেরা করদাতা- মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও ইয়াসেফ ওসমান।

অ্যাকাউন্টেট তালিকায় সেরা করদাতা হয়েছেন- মাশুক আহমেদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা।

সিনিয়র সিটিজেন তালিকায় সেরা করদাতারা- কাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও খন্দকার বদরুল হাসান।

নতুন করদাতা হিসেবে সেরার তালিকায় নাম লিখিয়েছেন- এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরণ, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাডা, জুমারা বেগম, সাকেব মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

অন্যান্য ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।

সেরা করদাতা যেসব প্রতিষ্ঠান

ব্যাংকিং খাত থেকে সেরা করদাতা- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেরা করদাতা- ইনফ্র্যাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্র্যাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড।

টেলিযোগাযোগ খাতে সেরা করদাতা- গ্রামীণফোন।

খাদ্য ও আনুষঙ্গিক তালিকায় সেরা করদাতা- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

প্রকৌশল খাতে সেরা করদাতা- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

জ্বালানি খাতে সেরা করদাতা- তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, যমুনা ওয়েল কোম্পানি ও পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড।

পাটশিল্পে সেরা করদাতা-আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস ও রোমান জুট মিলস লিমিটেড।

স্পিনিং ও টেক্সটাইল খাতে সেরা করদাতা- কোটস বাংলাদেশ, প্যারামাউন্ট টেক্সটাইল, নাহিদ কটন মিলস, এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ), বাদশা টেক্সটাইলস, অ্যাপেক্স টেক্সটাইলস ও এন. জেড. টেক্সটাইল লিমিটেড।

ওষুধ ও রসায়ন খাতে সেরা করদাতা- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শাখায় সেরা করদাতা- মিডিয়াস্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া ও টাইমস মিডিয়া লিমিটেড।

আবাসন খাতের সেরা করদাতা- বে ডেভেলপমেন্টস, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াল লিমিটেড।

সেরা করদাতারা এনবিআর থেকে ট্যাক্স কার্ড পাবেন। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়।

ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন।

এ ছাড়া তারা হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর