ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

২০২২ ডিসেম্বর ২১ ১৮:৫১:১০
যুক্তরাষ্ট্রের পথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

বুধবার (২১ ডিসেম্বর) এক টুইটে ইউক্রেন প্রেসিডেন্ট নিজে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ হামলার পর এটি জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

টুইটবার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের সহনশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে তিনি যুক্তরাষ্ট্র সফরের পথে রয়েছেন। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করবেন বলেও জানান তিনি।

তবে নিরাপত্তাজনিত কারণে কীভাবে এবং কখন তিনি সফর করবেন এ বিষয়ে বিস্তারিত প্রকাশ না করা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৫০ বিলিয়ন মার্কিন ডলার মানবিক, আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। এ ছাড়া জেলেনস্কির এ সফরকে সামনে রেখে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ ইউক্রেনকে ২ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর