ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

এনার্জিপ্যাকের মুনাফা তলানিতে

২০২২ নভেম্বর ১৩ ২০:১৯:৩১
এনার্জিপ্যাকের মুনাফা তলানিতে

রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। এটি কোম্পানিটির শেয়ারবাজারে আসার পর প্রান্তিকভিক্তিক সর্বনিম্ন মুনাফা। আগের অর্থবছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৪৯ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরেও কোম্পানিটি সর্বনিম্ন মুনাফা দেখিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা।

২০২১ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রতিটি শেয়ার ৩৫ টাকা কাট-অফ প্রাইসে এনার্জিপ্যাক পাওয়ার শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে।

শেয়ারবাজারে আসার সময়ে ২০২০ সালে কোম্পানিটি ইপিএস ৩ টাকা ৮৩ পয়সা দেখালেও ২০২১ সালে ২ টাকা ০৩ পয়সা ইপিএস হয়। সমাপ্ত বছর ২০২২ সালে তা ৩৮ পয়সায় নেমে গেছে।

এএসএম

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর