ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিডি ল্যাম্পসের ২৭ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

২০২২ ডিসেম্বর ২১ ০৯:১৩:০৯
বিডি ল্যাম্পসের ২৭ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

এজিএমে ৩০ শে জুন, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় জানানো হয়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। আগের ২০২১ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৭৫ পয়সা।

এছাড়া, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৭ পয়সা।

বিডি ল্যাম্পসের চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম পরিচালনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও )সিমিন রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন আশরাদ ওয়ালিউর রহমান, সাযরেহ হক, সাইফুর রহমান, আতিকুর রহমান ও শামসুর রহমান। এছাড়া স্বতন্ত্র পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লা, প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ শাকিল চৌধুরী, কোম্পানি সচিব মোঃ রুহান মিয়াসহ সাধারণ শেয়ারহোল্ডাররা অংশ নেন।

উল্লেখ্য, বিডি ল্যাম্পস হচ্ছে স্মার্ট এলইডি বাল্ব, টিউবলাইট সহ ট্রান্সলেট লাইটিং পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর