ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

কৃষিবিদ সিড ও বেঙ্গল বিস্কুটের ডিভিডেন্ড ঘোষণা

২০২২ নভেম্বর ১৩ ১৮:৪৫:০২
কৃষিবিদ সিড ও বেঙ্গল বিস্কুটের ডিভিডেন্ড ঘোষণা

রোববার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানি দুটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণার খবর জানিয়েছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষিবিদ সিডের পরিচালনা পর্ষদ। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

অপরদিকে বেঙ্গল বিস্কুটস ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর