ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

২০২২ ডিসেম্বর ২০ ১৭:৩১:৫২
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন করে নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই জানিয়ে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র ধনী দেশ হিসেবে হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো নিয়ে অত চিন্তার কিছু নেই।

মার্কিন ভ্রমণ সতর্কতার বিষয়ে মন্ত্রী বলেন, এটি তারা প্রতিনিয়তই আপডেট করে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ২৭ দফা প্রসঙ্গে বলেন, যারা বাংলাদেশে সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের রাজত্ব কায়েম করেছে, সংখ্যালঘু ও কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে, ২০১৩-১৪ সালে মানুষকে পুড়িয়ে মেরেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে। ওদের নিজেদের ঘর ঠিক করা উচিত।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর