ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারে বড় ঝড়

২০২২ ডিসেম্বর ২০ ১৭:২৮:১১
স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারে বড় ঝড়

ডিএসই সূত্রে জানা গেছে, স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মধ্যে ঝড়ের কবলে পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জুট স্পিনার্স, নর্দার্ন জুট, এমবি ফার্মা, সোনালী আঁশ, মুন্নু এগ্রো মেশিনারি, জেমিনি সী ফুড, কেএন্ডকিউ, এপেক্স ফুডস, আরামিট লিমিটেড, ন্যাশনাল টি, বঙ্গজ, এএমসিএল-প্রাণ, এপেক্স স্পিনিং, মনোস্পুল পেপার, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, পেপার প্রসেসিং, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ক্যাবলস ও এপেক্স ফুটওয়্যার।

কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ছাড়া বাকি প্রায় সবগুলো কোম্পানির শেয়ারই গত কয়েকদিন যাবত উত্থানে ছিল। কোম্পানিগুলোর শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীরা মুনাফা তুলেছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ারে আজ বড় ঝড় দেখা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। আগের কার্যদিবস সোমবার জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৯ টাকা ৪০ পয়সা বা ৮.১৩ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। আগের কার্যদিবস সোমবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৬৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬১৭ টাকা ৪০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫০ টাকা বা ৭.৪৯ শতাংশ। তবে কোম্পানিটির শেয়ারদর গত কয়েকদিন যাবতই টানা কমেছে। গত ১৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৪১ টাকা ৫০ পয়সা।

পতনের তালিকায় স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ইস্টার্ন ক্যাবলসের। আগের কার্যদিবস সোমবার কোম্পানিটি ক্লোজিং দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২০৬ টাকা ৪০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা ৪০ পয়সা বা ৬.১০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মধ্যে আজ নর্দার্ন জুটের দর কমেছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৫.৩৫ শতাংশ, সোনালী আঁশের ২৫ টাকা ৩০ পয়সা বা ৪.৯৮ শতাংশ, এপেক্স ফুডসের ১৬ টাকা বা ৪.৮২ শতাংশ, মনোস্পুল পেপারের ১৩ টাকা ১০ পয়সা বা ৪.১১ শতাংশ, আরামিট লিমিটেডের ১০ টাকা ৭০ পয়সা বা ৩.৪৩ শতাংশ,এপেক্স স্পিনিংয়ের ৪ টাকা ৬০ পয়সা বা ৩.৩৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭ টাকা ৪০ পয়সা বা ৩.৩৭ শতাংশ, জেমিনি সী ফুডের ১৩ টাকা ৫০ পয়সা বা ৩.২৩ শতাংশ, এমবি ফার্মার ১৮ টাকা ২০ পয়সা বা ৩.১৭ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৩ টাকা ৪০ পয়সা বা ২.৫৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬ টাকা ৫০ পয়সা বা ২.৩৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩ টাকা ৭০ পয়সা বা ২.১২ শতাংশ, এএমসিএল প্রানের ৪ টাকা ৮০ পয়সা বা ১.৭২ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪ টাকা ৯০ পয়সা বা ১.৭০ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারির ১৩ টাকা ৪০ পয়সা বা ১.৬০ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর