ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যে কারণে মুনাফা প্রবৃদ্ধিকে স্বাভাবিক বলছে পেপার প্রসেসিং

২০২২ ডিসেম্বর ২০ ১২:৪৬:৫১
যে কারণে মুনাফা প্রবৃদ্ধিকে স্বাভাবিক বলছে পেপার প্রসেসিং

জানা গেছে, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিয়ে ‘নয় মাস কারখানা বন্ধ থাকার পরও মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি’ এ শিরোনামে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিকে মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, তারা মূলত মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার ধামরাই, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সুত্রাপুর এবং কোতোয়ালি এলাকায় অবস্থিত কারখানার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। এসব কারখানার মধ্যে ধামরাইয়ের কারখানা মেরামতের জন্য বন্ধ থাকলেও অন্যগুলো সচল ছিল। বর্তমানে ধামরাইয়ের কারখানাও পুরোপুরি সচল রয়েছে।

কোম্পানিটি আরো জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসেস (পিবিএস) এবং আরো কিছু মূল্যবান ক্রেতা রয়েছে তাদের।

কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের জন্য প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কোম্পানিটির ব্যবসা আগের বছর ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি এ অবস্থান থেকে উত্তরণ করেছে।

কোম্পানির দাবি, সর্বশেষ অর্থবছরে ব্যবসার পরিধি ১৪৪ শতাংশ বাড়ার পাশাপাশি কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৪৪ শতাংশ। এ মুনাফা সর্বশেষ অর্থবছরের ব্যবসা থেকেই এসেছে।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটি যখন ওটিসি মার্কেটে ছিল, তখন মুনাফায় এ রকম উল্লম্ফন দেখা যায়নি। তখন কোম্পানিটির ডিভিডেন্ডেও ছিল না কোনো চমক। কিন্তু কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফেরার পরই কোম্পানিটির শেয়ার দরে, মুনাফায় ও ডিভিডেন্ড যুগপৎ চমক দেখা যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোম্পানিটি যেন এতোদিন ঘুমিয়েছিল। বহু বছর পর কোম্পানিটি এখন জেগে উঠেছে এবং জেগে উঠেই আলাদিনের চেরাগ হাতে পেয়েছে। যে কারণে শেয়ার দরে, মুনাফায়, ডিভিডেন্ডে চমকের পর চমক দেখা যাচ্ছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর