ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংক থেকে সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

২০২২ নভেম্বর ১৩ ১৮:২৬:৫২
অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংক থেকে সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে তিনি বিশ্ব ব্যাংকের সহায়তা চান।

অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে বলেন, আমাদের উন্নয়ন কার্যক্রমে ১৯৭২ সাল থেকে আমরা এখন পর্যন্ত ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান সহায়তা পেয়েছি বিশ্বব্যাংক থেকে। যার মধ্যে ২৬.৬ বিলিয়ন ডলার অর্থছাড় করা হয়েছে। আমরা এখন পর্যন্ত সুদ ও আসল মিলে ৬.৩৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছি। তিনি বলেন, বিশ্বব্যাংক ২০২৩-২০২৭ অর্থবছরের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান এবং অন্যান্য সরকারি মহাপরিকল্পনা, সেক্টরাল প্ল্যান এবং নীতিগুলির সাথে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কে যুক্ত করার অনুরোধ করেন মুস্তফা কামাল।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর